ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের রাজনীতিতে অনাগ্রহী নন টিউলিপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বাংলাদেশের রাজনীতিতে অনাগ্রহী নন টিউলিপ ছবি: কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্রিটেনে জন্ম। সেখানেই বড় হয়েছেন।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্যও তিনি। তবে বাংলাদেশের রাজনীতিতে বিমুখ নন টিউলিপ সিদ্দিক। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই নাতনিকে বাংলাদেশের রাজনীতিতেও দেখা যেতে পারে!

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে ‘নারীদের অনুপ্রেরণা’ যোগাতে স্কলাস্টিকা স্কুলের উত্তরা শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটেনের এই সংসদ সদস্য।

সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন টিউলিপ। বাংলাদেশের রাজনীতিতে জড়ানো, না জড়ানোর সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। এ সময় টিউলিপের সঙ্গে ছিলেন তার স্বামী ক্রিস পার্সি।

দেশে থেকে হোক বা বিদেশের মাটিতে, সবসময়ই বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চান বলে জানান টিউলিপ।

বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত হবেন কি না -এমন প্রশ্নের জবাবে, এখনও নিশ্চিত নন জানিয়ে শেখ রেহানার কন্যা টিউলিপ বলেন, পাঁচ বছর পরে জিজ্ঞেস করলে বলতে পারবো বাংলাদেশের রাজনীতিতে জড়াবো কি না। এখনই বলতে পারছি না।

টিউলিপ বলেন, ভবিষ্যতে কী হবে বলা যায় না। দেখি, কী করি। লেবার পার্টির
কী অবস্থা হয়- দেখি। মানুষকে সাহায্য করা যায় সব জায়গাতেই। সেখানে বসেও আমি বাংলাদেশিদের সাহায্য করছি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসকেএস/এমজেএফ

** নানা ও যুদ্ধের গল্প শুনে বড় হয়েছি
** যার যা ভালো লাগে, তা করো, তা পড়ো
** বাল্যবিবাহ বন্ধে আইনের কড়াকড়ি চান টিউলিপ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।