ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইকোপার্ক দ্রুত নির্মাণ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ইকোপার্ক দ্রুত নির্মাণ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বন্দর সোনাকান্দায় শেখ রাসেল ইকোপার্ক নির্মাণে বাধার প্রতিবাদে ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সচেতন বন্দরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী মেয়র আইভীর কাছে শেখ রাসেল ইকোপার্ক দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমী, সমাজ সেবক আহম্মদ আলী, আওয়ামী লীগ নেতা সহিদুল হাসান মৃর্ধা, বিএনপি নেতা আনোয়ার হোসেন কুসুম, মেজবাউদ্দিন স্বপনসহ ও সাধারণ জনগণ।

সভায় জানানো হয়,বন্দরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সোনাকান্দা এলাকায় ১২ একর জমির উপর ৩২ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল স্মৃতি ইকোপার্ক নিমার্ণ কাজ শুরু করে। কিন্তু একটি কুচক্রী মহল নির্মাণাধীন পার্কের শ্রমিকদের উপর হামলা ও ভূমি অফিসের সাইনবোর্ড টাঙানোসহ নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।