ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাস চাপায় পরিবহন শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আশুলিয়ায় বাস চাপায় পরিবহন শ্রমিকের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে বাস চাপায় মাহাবুব নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত মাহাবুব পাবনা জেলা চাটমোহর থানার সনদবা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। তিনি একটি পরিবহনের চালক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, মাহাবুব জামগড়া এলাকার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।