ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

মাগুরায় প্রার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
মাগুরায় প্রার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা সদর পৌর-নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
 
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে মাগুরা পুলিশ সুপারের (এসপি) কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



পুলিশ সুপার একে এম এহসান উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা প্রমুখ।

সভায় তিন মেয়র প্রার্থী, একাধিক মহিলা প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী তাদের অভিযোগের পাশাপাশি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের কাছে নানা সুপারিশ তুলে ধরেন।

এ সময় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলাবাহিনীর নিরপেক্ষতা ও কঠোর অবস্থানের কথা প্রার্থীদের সামনে তুলে ধরেন এসপি

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।