ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রেসক্লাবের সামনে কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রেসক্লাবের সামনে কর্মসূচি ছবি: ফাইল ফোট

ঢাকা: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ শরীফ, মানববন্ধন, শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ আন্তর্জাতিক উদযাপন কমিটি নামে একটি সংগঠন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহানবীর (সা.) জন্ম ও ওফাত দিবস উপলক্ষে এসব কর্মসূচি পালিত হয়।

এ সময় পাঠ্যপুস্তকে মহানবীর (সা.) জীবনী অন্তর্ভুক্ত করা, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমদের উৎসব ভাতা প্রদান ও জাতীয় গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠাসহ বেশ কিছু দাবিও জানানো হয়।

মিলাদ ও মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করেন সংগঠনটির সদস্যরা। আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি বায়তুল মোকাররমের সামনে গিয়ে শেষ হয়।

এতে কমিটির আহ্বায়ক মুফতি মাসুম বিল্লাহ, সদস্য সচিব হাফেজ আব্দুস সাত্তার, যুগ্ম-আহ্বায়ক শেখ আবুল হাসনাত শরীয়তপুরীসহ কয়েক’শ সদস্য অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এমএইচপি/টিএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।