ঢাকা: শেভরনের দ্বি-বার্ষিক রক্তদান কর্মসূচির শেষ দফা সফলভাবে সমাপ্ত হয়েছে। চলতি বছর দুই দফায় রক্তদান কর্মসূচিতে ৬৪৭ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
এই রক্তের সবটাই শেভরনের বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাসপ্লান্ট কর্মীরা স্বেচ্ছায় দিয়েছেন বলে শেভরন জানিয়েছে।
শেষ দফায় ২২৮ জন রক্তদাতা এই কর্মসূচিতে অংশ নেন। প্রথম দফায় রক্ত সংগ্রহ করা হয় জুন মাসে। এতে ৪১৯ জন রক্তদান করেন। দেশে নিরাপদ রক্তের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতি বছর শেভরনে কর্মরতদের একটি বড় অংশ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ডাকে এগিয়ে আসেন।
শেভরনকে ২০১৩ ও ২০১৪ অর্থবছরে ‘সর্বোচ্চ রক্তদাতা প্রতিষ্ঠান’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
শেভরন বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ এনার্জি কোম্পানি শেভরন করপোরেশনের সহায়ক প্রতিষ্ঠান। শেভরন দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাসফিল্ড থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে নিয়োজিত। দেশের প্রায় ৫০ শতাংশ গ্যাস চাহিদা একাই পূরণ করছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসআই/আরএম