ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে আসামি নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে আসামি নিখোঁজ

ঝালকাঠি: পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সুমন হোসেন (২৫) নামে এক আসামি ঝালকাঠির সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন।  
 
রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের সিটিপার্ক এলাকার পাশে এ ঘটনা ঘটে।

 
 
নিখোঁজ সুমন হোসেন শহরের বাঁশপট্টি এলাকার সেকেন্দার আলীর ছেলে।
 
পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে পুলিশের ধাওয়া খেয়ে শহরের সিটিপার্ক রোডের হাবিব মিয়ার স'মিলের কাছে সুগন্ধা নদীতে ঝাঁপ দেয় আসামি সুমন হোসেন। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।  
 
ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম হোসেন বাংলানিউজকে বলেন, শহরের রোনান্স রোডের সাবেক স্কুল শিক্ষক কাঞ্চন আলী খান বাদী হয়ে জেলা ছাত্রলীগের প্রকাশনা সম্পাদক লিমন নকিব ও সুমনসহ অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে রোববার সকালে মামলা দায়ের করেন।  
 
মামলা দায়েরের পর ছাত্রলীগ নেতা লিমন নকিবকে শহর গ্রেফতার করা হয়। পরে, বিকেলে আসামি সুমনকে গ্রেফতারে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন শহরের মসজিদ বাড়ি সড়ক থেকে দৌড়ে সিটিপার্ক রোডের হাবিব মিয়ার সমিল এলাকায় সুগন্ধা  নদীতে ঝাঁপ দেয়।  
 
সন্ধ্যায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।  
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫        
এমজেড  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।