ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইন কমিশনের সঙ্গে দালাল নির্মূল কমিটির বৈঠক বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আইন কমিশনের সঙ্গে দালাল নির্মূল কমিটির বৈঠক বুধবার

ঢাকা: ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ ও ‘মুক্তিযুদ্ধের ভিকটিমদের ক্ষতিপূরণ আইন’ প্রণয়ন বিষয়ে আইন কমিশনের সঙ্গে বৈঠক করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ আইন কমিশনের কার্যালয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা কমিশনের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে এ দু’টি আইন সম্পর্কে নিজেদের গবেষণা, পর্যবেক্ষণ ও প্রত্যাশা আইন কমিশনকে জানাবেন নির্মূল কমিটির নেতরা।

নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত থাকবেন-সংগঠনের অন্যতম উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সাধারণ সম্পাদক কাজী মুকুল ও আইন সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজ।

আর আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকসহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত থাকবেন বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।