কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিওপির ‘আনন্দপুর বিশ্বরোড’ এলাকা থেকে একটি কার্ভাডভ্যান ভর্তি কোটি টাকার শাড়ি এবং প্যান্টের থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (১০-বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোর রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান, পিবিজিএম’র নেতৃত্বে বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
দুপুর আড়াইটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬৪০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ২৩২৮ মিটার ভারতীয় উন্নতমানের প্যান্টের থান কাপড়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকা। জব্দকৃত শাড়ি এবং প্যান্টের কাপড় কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএ