ঢাকা: আফ্রিকার দেশ ইথিওপিয়ায় নবগঠিত বাংলাদেশ দূতাবাসের প্রথম রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন মনিরুল ইসলাম। তিনি বর্তমানে মরক্কোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, মনিরুল ইসলাম দশম বিসিএস’র (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাদ্রিদ, বেইজিং, সিঙ্গাপুর এবং অটোয়ার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
পররষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) হিসেবেও কাজ করেছেন এই সিনিয়র কূটনীতিক।
মনিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে এমএসএস এবং অস্ট্রেলিয়ার মোনাস বিশ্বিবিদ্যালয় থেকে পররাষ্ট্র বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
জেপি/আইএ