নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর সেতুর উপর বালু বোঝাই ট্রাক (নোয়াখালী-ট-১০০১) চাপায় মামুন (১৮) নামে এক হকার (পাঁপড় বিক্রেতার) মারা গেছেন।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে সেতুর উপর রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর ধরমন্ডল গ্রামের মো. কাউছারের ছেলে। তিনি সোনারগাঁও থানার চেঙ্গাইন এলাকায় চাচা মালেকের ভাড়া বাসায় বসবাস করতেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম কাঁচপুর সেতুর পশ্চিম ঢাল থেকে ট্রাক চালক বাবরকে (৩২) আটক করে। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।
পরে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফের কাছে মরদেহ ট্রাক এবং চালককে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে আশরাফ বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এটি