ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা কমান্ডার নওশের মাস্টারের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
মুক্তিযোদ্ধা কমান্ডার নওশের মাস্টারের দাফন সম্পন্ন গাজী নওশের আলী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী নওশের আলী মাস্টারের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় মর্যদায় নামাজে জানাজা শেষে উপজেলার খাস-পুকুরিয়া নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।



এর আগে সকালে ওই গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

গাজী নওশের আলী মাস্টারের মৃত্যুতে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় এমপি আব্দুল মজিদ, বেলকুচির নব-নির্বাচিত মেয়র আশানুর বিশ্বাস, সাবেক জেলা কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, গাজী জহুরুল ইসলাম মিন্টু, গাজী ডা. জহুরুল হক রাজা, গাজী কোরবান আলী বিন্দু, গাজী আব্দুর রহিম, গাজী আলী আশরাফ খান, গাজী জিল্লুর রহমান, গাজী রইচ উদ্দিন ও গাজী আব্দুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।