ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিরামপুরে আটক ২ জেএমবি সদস্যের ৫ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বিরামপুরে আটক ২ জেএমবি সদস্যের ৫ দিনের রিমান্ড

দিনাজপুর: বিরামপুর থেকে আটক দুই জেএমবি সদস্য আব্দুর রহমান পিন্টু (২০) ও সারোয়ার বাবু মিজানকে (৩৩) ইতালিয় ধর্মযাজক ডা. পিয়েরো পিচম হত্যা চেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এহসানুল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে এ দুই জঙ্গি সদস্যকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দিনাজপুর ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ জানান, ইতালিয় নাগরিক ডা. পিয়েরোর ওপর হামলার ঘটনায় এ দুই জঙ্গি সদস্যের জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

গত ১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি বাস টার্মিনাল এলাকায় ডা. পিয়েরোর ওপর
গুলি চালায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।