চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে মাদক সেবনের দায়ে ছয় মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মুর্শিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- হাজীগঞ্জ পৌর এলাকার টোড়াগড় গ্রামের জিতু মিয়ার ছেলে মিন্টু (২০), মকিমাবাদ গ্রামের মৃত আ. জাব্বারের ছেলে হৃদয় হোসেন টিটু (২৫), মনির হোসেনের ছেলে রাসেল মজুমদার (২০), ধেররা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে হাছান পাটোয়ারী (২২), ছয় নম্বর বড়কুল ইউনিয়ন দিগদাইর গ্রামের মান্নান ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (২৮) ও চাঁদপুর সদরের হোসেনপুর গ্রামের নূরুল ইসলাম খানের ছেলে মুন্না খান (২৫)।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদ ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান অভিযান চালিয়ে পৌর এলাকার টোড়াগড় গ্রাম কাশেম কাউন্সিলরের বাড়ির পার্শ্ববর্তী একটি ঘরে গাঁজার আসর থেকে ওই ছয়জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের এ দণ্ড দেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএ