ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক গোলটেবিল

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
সাভারে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক গোলটেবিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: সাভারে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অবস্থা ও অধিকার প্রতিষ্ঠা’  শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১০ জানুয়ারি) বিকালে সাভারের সিআরপির কনফারেন্স রুমে শাপলা প্রতিবন্ধী সংস্থার উদ্যেগে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।



গোলটেবিল বৈঠকে অর্ধশতাধিক  প্রতিবন্ধী তাদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে সহযোগিতার আহ্বান জানান শাপলা প্রতিবন্ধী সংস্থার কাছে।

বৈঠকে প্রধান অতিথি ছিলেন সিআরপি'র প্রতিষ্ঠাতা ও কো-অর্ডিনেটর  ভ্যালেরি এ টেইলর।   বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের বেসরকারি সংস্থা সাব কো-ট্রাস্টের ফ্রিল্যান্স কনসালটেন্ট মোঃ সোহেল আহম্মেদ। তিনি প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা ও চাহিদাগুলো লিপিবদ্ধ করেন। পর্যায়ক্রমে প্রতিবন্ধীদের এ সুবিধাগুলো দেওয়া হবে বলেও জানান তিনি।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন শাপলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. হাদিস খাঁন হাদিসহ অন্যান্যরা।

সবশেষে সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘন্টা, জানুয়ারি ১০, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।