ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যাংক কর্মকর্তাকে হয়রানির অভিযোগ, সেই এসআই প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ব্যাংক কর্মকর্তাকে হয়রানির অভিযোগ, সেই এসআই প্রত্যাহার পুলিশের উপ-পরিদর্শক মাসুদ শিকদার

ঢাকা: সরকারি ব্যাংক কর্মকর্তাকে হয়রানি করার অভিযোগে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওয়াহেদুল ইসলাম বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ শিকদারকে তেজগাঁও উপ-কমিশনারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।



এর আগে শনিবার দিনগত রাতে বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য গোলাম রাব্বীকে জোর করে টহল গাড়িতে তুলে রাতভর হয়রানি করে। হত্যার হুমকিও দেয় তারা। পরে খবর পেয়ে রাব্বীর বন্ধুরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ঘটনা উল্লেখ করে রোববার (১০ জানুয়ারি) সকালে ভুক্তোভোগী মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বী মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ডিএমপি ঘটনাটি তদন্তের জন্য মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুককে দায়িত্ব দেয়।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এনএ/এটি

** মোহাম্মদপুর থানার এসআই’র বিরুদ্ধে হয়রানির অভিযোগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।