ঢাকা: তামাকবিরোধী আন্দোলনে আজ আমরা সফলতার দ্বারপ্রান্তে। একসময় বাসে সিগারেট খেলে কেউ বলতে গেলে তাকেই ধমক দেওয়া হতো।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘তামাক নিয়ন্ত্রণ, আইন বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা ও যক্ষ্মা নিরোধ আন্দোলনের সিনিয়র সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু।
আলোচনা সভার আয়োজন করে টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্স সেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাক বিরোধী জোটের সমন্বয়ক সাইফুদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন বন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জসিম উদ্দিন, তামাকবিরোধী জোটের সদস্য সচিব অধ্যাপক বজলুর রহমান, পরিবেশ আন্দোলনের পরিচালক আবুল হোসেন খান, জোটের সদস্য তরিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এসআর/এমআইকে/এএ