ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় বাউল শিল্পীকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ফতুল্লায় বাউল শিল্পীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ফয়সাল আহমেদ টুটুল নামে এক বাউল শিল্পীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। টুটুল (৩০) ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার সোবহান মিয়ার ছেলে।



রোববার (১০ জানুয়ারি) দিনগত রাত ১টায় ফতুল্লার পেয়ারাবাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস জানান, ফয়সাল আহমেদ টুটুল বাউল শিল্পী ছিলেন বলে জানা যায়। রোববার দিনগত রাত ১টায় পেয়ারাবাগানের পথ দিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা টুটুলের মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা শেষে সড়কের এক পাশে ফেলে রেখে যায়।

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।