চাঁদপুর: চাঁদপুরের মেঘনা মোহনায় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) গভীর রাতে কোস্টগার্ড টহল দলের সদস্যরা নিয়মিত অভিযানে এসব জাটকা ও পলিথিন জব্দ করা হয়।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে চাঁদপুর মেঘনা মোহনায় ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-২ ও এমভি যুবরাজ-৭ এ তল্লাশি চালানো হয়। এ সময় লঞ্চ দু’টি থেকে ২০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
জব্দ করা জাটকা দুপুরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহ বাংলানিউজকে জানান, জব্দ করা জাটকা ও পলিথিনের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমজেড