ঢাকা: সোমবার (১১ জানুয়ারি) দুপুরের পর থেকে যানজটে নাকাল হয়েছে রাজধানীবাসী। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর প্রধান সড়কগুলোতে থমকে আছে হাজারও যানবাহন।
সন্ধ্যায় মতিঝিল-দৈনিক বাংলা মোড় হয়ে পুরানা পল্টন, শাহবাগ-বাংলামোটর হয়ে ফার্মগেট-প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়ক পর্যন্ত এবং এর উল্টো দিকে ফার্মগেট থেকে রূপসী বাংলা হোটেল, শাহবাগ-মৎসভবন-পুরানা পল্টন পর্যন্ত একটু পর পর যানজটে আটকে থাকতে দেখা গেছে হাজারো যানবাহন। এছাড়া যানজটে অচল হয়ে পড়েছে পল্টন মোড় থেকে কাকরাইল-মালিবাগ মোড় পর্যন্ত সড়ক। মিরপুর সড়ক, মহাখালী, বনানী, রামপুরা, বাড্ডা লিংক রোড, নতুন বাজার এলাকায়ও যানজটের কারণে থেমে থেমে চলছে যানবাহন।
যানজটের কারণে বাস না পাওয়ায় অফিস ফেরত যাত্রীসহ বিভিন্ন বাসে আটকে পড়া যাত্রীদের যানবাহন থেকে নেমে হেঁটে নিজ নিজ গন্তব্যে রওনা হতে দেখা গেছে।
সোমবার সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের হোটেল রেডিসনে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিবালয়ে যাওয়াকে কেন্দ্র করে কয়েকটি রুটে যানজটের সৃষ্টি হয়। এর ঘণ্টাখানেক পর রাজধানীর সড়কগুলোর অবস্থা স্বাভাবিক হয়। দুপুরের পর থেকে শুরু হয় তীব্র যানজট। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যা তীব্রতর হতে থাকে।
রাজধানীর বিভিন্ন সড়ক থেকে বাংলানিউজের প্রতিবেদকরা জানিয়েছেন, দৈনিক বাংলা মোড় থেকে পুরানা পল্টন, শাহবাগ হয়ে বাংলামোটর-ফার্মগেট এবং উল্টো দিকের রাস্তায় ফার্মগেট থেকে শাহবাগ হয়ে পুরানা পল্টন পর্যন্ত দু’পাশের রাস্তায় আটকে আছে হাজারো গাড়ি। পাশাপাশি শাহবাগ থেকে সায়েন্সল্যাব পর্যন্তও যানজট রয়েছে।
সোমবার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার কারণে শাহবাগ ও এর আশপাশের কয়েকটি সড়কে যানজটের সৃষ্টি হয়। যা আশপাশের সব সড়কে ছড়িয়ে পড়ে ও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এমআইকে/আরএম