ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাংলানিউজের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ফরিদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাংলানিউজের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের ডিক্রিরচর ইউনিয়নের মদনখালী বেড়িবাঁধ (টেপাখোলা স্লুইজগেট) এলাকায় পদ্মানদীতে বিলীন হওয়া ভিটেবাড়িহীন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
 
বাংলানিউজ সোশ্যাল সার্ভিস (বিএনএসএস) এর কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার প্রায় দুইশ’ নারী, পুরুষ ও শিশুদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।


 
ফরিদপুরের পদ্মার গ্রাসে সর্বশান্ত হওয়া এসব মানুষ স্লুইজ গেটের রাস্তার দুইপাশে অস্থায়ীভাবে কোন রকমে আশ্রয় নিয়েছেন। অতিকষ্টে খেয়ে না খেয়ে জীবন যাপন করেন তারা।

বাংলানিউজের কম্বল পেয়ে গৃহবধূ আসমা আক্তার বলেন, ‘ঘরে যে খ্যাতা আছে, ঠাণ্ডার মধ্যে ঘুম আসে না। দুই সন্তান নিয়া খুব কষ্টে রাত যায়। এই কম্বলে একটু হলেও শান্তি পাওয়া যাইবো। ’

তিনি বাংলানিউজের এমন উদ্যোগকে ধন্যবাদ জানান।

কম্বল পেয়ে পঁঞ্চাশোর্ধ্ব শেফালে বেগম বলেন, ‘দশ গ্রামের দশ রকমের মানুষ এখানে আশ্রয় নিছে। আমাদের কিছুই নাই। যারা এমন সহায়তা করে আল্লাহ তাগো আরো দেওয়ার তফিক দিক। ’

সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বাংলানিউজের পক্ষে সমাজ সেবিকা আফরোজা হাসান, বাংলানিউজের ফরিদপুরের স্টাফ করেসপন্ডেন্ট রেজাউল করিম বিপুল, সাংবাদিক জাহিদুর রহমান ইবু এই কম্বল বিতরণ করেন।

প্রতি বছরের মতো এবারও দুঃস্থ ও শীতার্তদের সহায়তা করতে বাংলানিউজ সোশ্যাল সার্ভিস (বিএনএসএস) ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও নিজস্ব তহবিল থেকে এই শীতবস্ত্র সংগ্রহ করছে।

সংগৃহীত শীতবস্ত্রগুলো রাজধানীসহ ফরিদপুর, ঝিনাইদহ, রংপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জসহ (বন্যা কবলিত এবং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন) দিনাজপুর, ও পঞ্চগড়ে বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও সমাজের অবহেলিত হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।

এই শীতে বাংলানিউজের সঙ্গে দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করুন: বিএনএসএস এর আহ্ববায়ক শারমীনা ইসলাম, ফোন:০১৭৩০২৬১০৮৪ বা ই-মেইল:  help.bnss24@gmail.com

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরকেবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।