ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধ ওষুধ-কসমেটিকস জব্দ, ২ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
অবৈধ ওষুধ-কসমেটিকস জব্দ, ২ জনকে জরিমানা

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় ড্রিম টুগেদার লিমিটেড নামে একটি কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ ও কসমেটিকস জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিক ও সহকারী ব্যবস্থাপককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে

সোমবার (১১ জানুয়ারি) দুপ‍ুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।



তিনি বাংলানিউজকে জানান, অভিযান চালিয়ে ওই কারখানা থেকে ১ লাখ ১০ হাজার পিস ট্যাবলেট ও ক্যাপসুল, ৫ হাজার বোতল সিরাপ এবং কসমেটিকস ড্রিম ত্রিফলা চূর্ন, নিম ন্যাচারাল টুথপেস্ট, ব্ল্যাক হেয়ার শাম্পু, অ্যালোভেরা ন্যাচারাল শাম্পু, ড্রিম নাইজেলা ক্যাপ, ড্রিম গ্লুকো কন্ট্রোল, ড্রিম সয়া প্রোটিন, অ্যালো জেল ফেসিয়াল জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

র‌্যাব-২ এর উপ-পরচিালক মো. দিদারুল আলম জানান, ওষুধ প্রশাসন অধিদফতরের লাইসেন্স ছাড়াই এই প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর ধরে এভাবে ব্যবসা করছিল। একই সঙ্গে ওষুধ প্রশাসন ও বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির মতো হকারের মাধ্যমে রাস্তায় রাস্তায় ওষুধ বিক্রি করে আসছিল। যা সম্পূর্ণ নিষিদ্ধ।

তাই ওই প্রতিষ্ঠানের মালিক মো. মাইন উদ্দিন (৪১) ও সহকারী ম্যানেজার মো. শোয়েব আহম্মেদকে (৩৩) আটক এবং অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে ৬ লাখ টাজকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসজেএ/এমএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।