ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, জানুয়ারি ১১, ২০১৬
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা: রাজধানী ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ দু’ঘটনা ঘটে।



এর মধ্যে, হাইকোর্ট মাজার সংলগ্ন শিক্ষা ভবনের রাস্তায় সন্ধ্যায় নূর ইসলাম (৫০) নামে এক রিকশাচালক গাড়ির ধাক্কায় আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

নূরকে ঢামেকে নিয়ে আসা আরেক রিকশাচালক আবু তালেব বাংলানিউজকে জানান, তার বাড়ি কামরাঙ্গির চর এলাকায়।

অপর ঘটনাটি হলো, হাতিরঝিল এলাকায় দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কায় জরিনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু। জরিনার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে।

তার মেয়ে সেলিনা বাংলানিউজকে জানান, তার সঙ্গে গত তিন দিন আগে রামপুরা মহানগর প্রজেক্টে আরেক মেয়ের বাসায় বেড়াতে আসেন মা (জরিনা)। এদিন সন্ধ্যায় হাতিরঝিলে ঘুরতে বের হন। সেখানে দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কায় আহত হলে ঢামেকে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত দু’জনের মরদেহ ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।