ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিত্ত থাকলেই হয় না, সেবা করতে বড় চিত্তেরও দরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
বিত্ত থাকলেই হয় না, সেবা করতে বড় চিত্তেরও দরকার

ঢাকা: শুধু বিত্ত থাকলেই মানুষের কল্যাণে এগিয়ে আসা যায় না। মানুষের সেবা করতে হলে অনেক বড় চিত্তেরও অধিকারী হতে হয়।



এ কথা বলেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেনে সুইড বাংলাদেশের কার্যালয়ে প্রতিষ্ঠানটির উপদেষ্টা কমিটির সঙ্গে জাতীয় নির্বাহী কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশাল চিত্তের অধিকারী একজন মহানুভব ব্যক্তি। তার সুযোগ্য কন্যা ও দৌহিত্রও হয়েছেন বড় মনের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধারে একজন যোগ্য প্রধানমন্ত্রী, মমতাময়ী মা, স্নেহময়ী বোন। দেশ ও জাতি তার কাছ থেকে যে অসাধারণ সেবা পাচ্ছে, তা  ইতিহাস হয়ে থাকবে।

সুইড বাংলাদেশের উপদেষ্টা কমিটির সদস্য কাজী রোজী, আবুল কালাম মোহম্মদ, আহসানুল হক ডিউক চৌধুরী, এ কে এম জি মোস্তফা, জওয়াহেরুল ইসলাম মামুন, দেবপ্রিয় বড়ুয়া, আসমা জেরিন ঝুমু সভায় অংশ নেন।

প্রতিবন্ধী সন্তানদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফজলে রাব্বী মিয়া বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে প্রধানমন্ত্রী এবং তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল নিবেদিতপ্রাণ। এরইমধ্যে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রতিবন্ধীদের জন্য ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা প্রধানমন্ত্রী নিজেই করেছেন। বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, বিধবা ভাতাসহ অনেক সমাজ সেবামূলক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।