ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরে তুচ্ছ ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী ও ব্যবসায়ী-ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ২০ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজন সংবাদকর্মীও রয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় শহরের টি এ রোডে জেলা পরিষদ মার্কেটের এক ব্যবসায়ীর সঙ্গে মাদ্রাসার দুই শিক্ষার্থীর বাক বিতণ্ডার জের ধরে সংঘর্ষ শুরু হয়। পরে কয়েকশ’ মাদ্রাসা শিক্ষার্থী জেলা পরিষদ মার্কেটে গিয়ে ওই দোকানে হামলা চালায়। তখন ব্যবসায়ীরাও পাল্টা হামলা চালায়। এরপর ব্যবসায়ীদের পক্ষ নিয়ে ছাত্রলীগ কর্মীরা এ সংঘর্ষে জড়ায়।

সন্ধ্যা ৭টা থেকে শহরের কান্দিপাড়া এলাকায় বড় মাদ্রাসার সামনে দু’দিকে অবস্থান নিয়ে দু’পক্ষ সংঘর্ষ লিপ্ত হয়। মাদ্রাসার সামনের রাস্তায় কয়েক স্থানে টায়ার জ্বেলে আগুন ধরিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যার পর থেকে শহরের প্রধান সড়কে সকল যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ’ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে। সংঘর্ষ চলাকালে কয়েকশ’ ককটেলের বিস্ফোরণ ঘটে। রাত প্রায় ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে জানান, সংঘর্ষে ২০ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর অাহত কনস্টেবল রাজিব চন্দ্র দাশকে ঢাকায়  পাঠানো হয়েছে।

সংঘর্ষে থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পুলিশের পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, কনস্টেবল মো. সামদানি, মিজানুর রহমান, রাজিব মিয়াও আহত হন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।