ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর বরখাস্ত এটিএম নুরুল বশর চৌধুরী

কক্সবাজার: কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম নুরুল বশর চৌধুরীকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুর নাহারের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।


 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর বিরুদ্ধে ২০১৩ সালের ২২ জুন কুতুবদিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত তা আমলে নেন। যেহেতেু নুরুল বশর চৌধুরীর নামে করা অভিযোগটি আদালত কর্তৃক গৃহীত হয়েছে সেহেতু তার উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (সংশোধিত) আইন, ২০১১ এর ১৩খ (১) ধারা অনুসারে কুতুবদিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থ পরিপন্থী।   তাই নুরুল বশর চৌধুরীকে তার পদ থেকে সাময়িক বহিষ্কারাদেশ জারি করা হয় ।
 
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, বিধিমালা অনুযায়ী দায়িত্বভার হস্তান্তর করা হবে।
 
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।