ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, জানুয়ারি ১২, ২০১৬
ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত ছবি : প্রতীকী

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় তরিকুল ইসলাম তফি (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



মৃত তরিকুল ইসলাম তফি ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের বরইচরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫টার দিকে জয়নগর বোর্ডঘর সংলগ্ন হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন তরিকুল ইসলাম তফি।

এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।