ঢাকা: রাজধানীর কদমতলীতে মুরাদ(২২)নামে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কামাল নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কদমতলীর গ্যাসরোডের ৭ম তলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মুরাদ সরকারি কবি নজরুল কলেজের ২য় বর্ষের ছাত্র। তিনি কদমতলীর চিটাগাং রোডের ১০ তলা এলাকায় বাস করেন।
মুরাদের বোন জামাই ইব্রাহিম বাংলানিউজকে বলেন, রাজধানীর রায়েরবাগে আমার একটি মাল্টিপারপাস ব্যবসা আছে। রাতে আমার স্ত্রী খাদিজা আক্তার ও মুরাদ অফিস থেকে আড়াই লাখ টাকা নিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় তারা কদমতলীর গ্যাসরোডের ৭ম তলা এলাকায় পৌঁছালে আমার ব্যবসার গ্রাহক কামালসহ ১০/১২ জন পথরোধ করেন।
পরে মুরাদ ও আমার স্ত্রীকে মারপিট করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। এতে মুরাদ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।
কদমতলী থানার পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ছিনতাইয়ের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কামাল নামে একজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
পিসি