ঢাকা: বেতন বৈষম্যের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফের কর্মবিরতি পালন করছে চিকিৎসকরা।
তবে সাধারণ রোগীদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হলেও জরুরি রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১২টা থেকে তারা এই কর্মবিরতি শুরু করেন। এটি শেষ হবে দুপুর ২টায়। চিকিৎসকদের এই কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
ঢামেক হাসপাতালের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. দেবেশ চন্দ্র তালুকদার বাংলানিউজকে বলেন, বেতন বৈষম্যের প্রতিবাদে পূর্বের কর্মসূচির অংশ হিসেবে চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সরেজমিন দেখা যায়, টিকিট কাউন্টার থেকে টিকেট দেওয়া হলেও বলা হচ্ছে দুপুর ২টা আগে কোনো চিকিৎসকে পাওয়া যাবে না।
ঢামেক বহি:বিভাগের আবাসিক সার্জন ড. মো. মাহাবুব এলাহি বাংলানিউজকে বলেন, নির্দিষ্ট সময় সাধারণ রোগীদের দেখা হচ্ছে না। তবে আমরা যেহেতু ডাক্তার, জরুরি রোগী এলে আমি নিজেই দেখছি।
ঢাকা ও ঢাকার বাহির থেকে আসা পারুল, সুমি ও আবুল কালামসহ আরও অনেক রোগীকে টিকিট কিনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এদিকে ঢামেক জরুরি বিভাগ খোলা আছে এবং বার্ন ইউনিটে থেমে থেমে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এজেডএস/ওএইচ/জেডএম
** ঢামেকে চিকিৎসকদের দুই ঘণ্টা কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা