ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে পোশাক কারখানায় ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
কালিয়াকৈরে পোশাক কারখানায় ডাকাতি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় একটি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে। ডাকাতরা কারখানার তিন নিরাপত্তাকর্মীকে মারধর করে মেশিন ও কাপড়সহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে ‍নিয়ে গেছে।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের পশ্চিম চান্দরায় হার্ডি এসোসিয়েট লিমিটেড নামে ওই পোশাক তৈরি কারখানায় এ ডাকাতি হয়।

কারখানার কর্তৃপক্ষ জানায়, পলো-নাইকিসহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাক তৈরির এ কারখানায় রাতে ১০-১৫ জনের একটি ডাকাত দল হামলে পড়ে। তারা কারখানার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর হোসেন, নিবারণ বর্মণ ও আহাদ আলীকে মারধর করে বেঁধে ফেলে। পরে কারখানা থেকে ১০-১২ টন ফেব্রিকস, চারটি কাটিং মেশিন, দু’টি সুইং মেশিন ও দু’টি ওভার লকিং মেশিনসহ মূল্যবান মালামাল লুট করে। লুট করা মালামাল দু’টি কাভার্ডভ্যানে তুলে নিয়ে যায় ডাকাতরা।

কর্তৃপক্ষ বলছে, ডাকাতির পর থেকে কারখানার আরেক নিরাপত্তাকর্মী মো. হাসান পলাতক। তাই ধারণা করা হচ্ছে, তার সহযোগিতায় এই ডাকাতি হয়েছে। এছাড়া, কারখানার সিসি ক্যামেরায় দেখা গেছে, লুট করা মালামাল বহনকারী কাভার্ড ভ্যানের একটিতে মক্কা কুরিয়ার সার্ভিস লেখা আছে।

কারখানার ব্যবস্থাপক রফিকুল ইসলাম বাংলানিউজের কাছে দাবি করেন, ডাকাতরা কারখানার প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার মতিউর রহমান জানান, ঘটনাটি ডাকাতি নয়, অন্য কিছু, তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।