ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
জয়পুরহাটে গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটে নার্গিস আক্তার (২০) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় সাবেক স্বামী মাছুদ রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসিড নির্যাতনের শিকার কলেজ ছাত্রী জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের ৪ নং ওয়ার্ডের ৯ নং বেডে চিকিৎসাধীন।



মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতের এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ আসামি মাছুদ রহমানকে খুঁজছে বলে জয়পুরহাট সদর থানা সূত্রে জানা যায়।

এসিড নির্যাতনের শিকার গৃহবধূ নার্গিস আক্তার জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া মহল্লার শফিউল্লাহর মেয়ে ও জয়পুরহাট শহীদ জিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জয়পুরহাট থানা, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজশাহীর বাসিন্দা মঙ্গল মালিথার ছেলে মাছুদ রহমান দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে জয়পুরহাট সদর উপজেলার দোঁগাছী ইউনিয়নের পাথুরিয়া গ্রামে বসবাস করে আসছিলেন। দুই বছর আগে বুলুপাড়ার বাসিন্দা মৃত শফিউল্লার মেয়ে নার্গিস আক্তারের সঙ্গে তার বিয়ে হয়।

বিয়ের দিন থেকেই নেশাখোর স্বামী মাসুদ তার ওপর অমানুষিক নির্যাতন চালানোর কারণে বিয়ের তিনদিন পরই তিনি স্বামীর বাড়ি ছেড়ে চলে আসেন।

এরপর মাসুদ তার খোঁজ-খবর নেওয়া বন্ধ করলে এক বছর আগে নার্গিস আক্তার তাকে তালাক দিয়ে সংসার চালানোর তাগিদে শাহীন ক্যাডেট স্কুলে শিক্ষকতার চাকরি নেন। সে সময় মাসুদ ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে হুমকি-ধমকি দিলে সেখান থেকে তার চাকরি চলে যায়। অবশেষে কয়েকজন ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়িয়ে তিনি কোনো মতে সংসার চালাতে থাকেন।

মঙ্গলবার রাতে টিউশনি পড়াতে যাওয়ার সময় শহরের বারিধারা মহল্লায় শরীরে চাকু ঠেকিয়ে ও মুখ চেপে ধরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় পাষণ্ড মাসুদ। এ সময় নার্গিসের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নার্গিসের বড় ভাই নাদিম হোসেন বাদী হয়ে বুধবার দুপুরে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, রোগীর মাথা, কপাল, মুখ ও হাতের কিছু অংশ পুড়ে গেছে। তবে রোগী এখন শঙ্কামুক্ত।

এ বিষয়ে অভিযুক্ত নার্গিসের সাবেক স্বামী মাসুদ মোবাইল ফোনে এসিড নিক্ষেপের ঘটনা শিকার করে বলেন, সে (নার্গিস) দীর্ঘদিন ধরে আমাকে ব্যবহার করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। আর এ ক্ষোভ থেকেই তাকে এসিড মেরেছি।

এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।