ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে রাজস্ব সংলাপ শুরু

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
কক্সবাজারে রাজস্ব সংলাপ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: করনেট সম্প্রসারণ ও করদাতা উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে কক্সবাজারস্থ স্টকহোল্ডাদের ব্যবসায়ী সমিতি ও স্থানীয় প্রশাসনের রাজস্ব সংলাপ শুরু হয়েছে ।

বৃহস্পতিবার সকাল ১১টায় কক্সবাজারের লাবণী পয়েন্টর হোটেল সী-গার্লের হলরুমে এ অনুষ্ঠান শুরু হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান মো. নজিবুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দিন ও মো. আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. রুহুল আমিন, সিআইসির মহাপরিচালক মো. বেলাল উদ্দিন, চট্টগ্রামের কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলি হোসেন, কক্সবাজার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান এবং কক্সবাজার চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবু মোর্শেদ।  

জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার বজলুল করিম ভুইয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের কর আপীল অঞ্চলের কর কমিশনার কাজী এমদাদুল হক।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।