ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় প্রকৃচি-বিসিএস’র অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বগুড়ায় প্রকৃচি-বিসিএস’র অবস্থান কর্মসূচি ছবি: আরিফ জাহান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তারা।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।



আন্দোলনরতরা জানান, পেশা ভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপজেলা পর্যায়ে ইউএনও-এর কর্তৃত্ব বাতিল, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালসহ ৬ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস জেলা শাখার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রেজাউল আলম জুয়েল, মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. সামির হোসেন মিশু, ডা. জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম বকুল, ড. শফিক আমিন কাজল, শাহ গোলাম মাওলা, ডা. মনিরুজ্জামান, ডা. একে আজাদ, ডা. মোত্তালিব প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমবিএইচ/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।