ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে সুতার কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
শ্রীপুরে সুতার কারখানায় আগুন ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে উপজেলা জৈনা বাজার এলাকায় একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওয়াশিং স্পিনিং মিলস লিমিটেডে এ ঘটনা ঘটেছে।


 
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক জিহাদ হোসেন বাংলানিউজকে জানান, শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ওয়াশিং স্পিনিং মিলস লিমিটেডে ওই কারখানায় সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। এ সময় কারখানার ভেতর থেকে স্ফুলিঙ্গ ও ধোঁয়া বের দেখে শ্রমিকরা কারখানা থেকে ছুটোছুটি করে বেরিয়ে আসেন।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ও ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে পারেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন তারা। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

রাত সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কারখানায় আগুন জ্বলছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।