ঢাকা: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য আবদুল মালেকের জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে আবদুল মালেকের জানাজায় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. শাহাব উদ্দিন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, জাতীয় সংসদের সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য গুণগ্রাহী।
এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীরা ও পরিবারের পক্ষ থেকে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
আবদুল মালেক ১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য এবং ১৯৭৩ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে বর্তমান জামালপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় মৃত্যুবরণ করেন। মুত্যুকালে তিনি স্ত্রীসহ ছয়পুত্র ও তিন কন্যা রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএম/এমজেএফ/