হিলি(দিনাজপুর): হিলি সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
রোববার(২৪ জানুয়ারি) ভোরে হিলি সীমান্তের ধরন্দা ঈদগাহ মাঠ এলাকা থেকে ট্যাবলেটগুলো
জব্দ করা হয়।
বিজিবি’র হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বাংলানিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের ধরন্দা ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি টোপলা ফেলে পালিয়ে যায়।
রে সেখান থেকে ১ লাখ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে জানায় বিজিবি। তবে, এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানান, জব্দকৃত ট্যাবলেট হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পিসি