ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে তিন মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
গাংনীতে তিন মাদকসেবীর কারাদণ্ড ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরে গাংনী উপজেলা চৌগাছা গ্রামে মাদক সেবন করার অপরাধে তিন মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন চৌগাছা গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ দেন।



দণ্ডিতরা হলেন, গাংনী পৌরসভার চৌগাছা এলাকার মিজানুর রহমান (৩২), আলমগীর হোসেন (৪০) ও ওসমান আলী (৩৩)।

এর আগে সকালের দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গাংনী ক্যাম্পের (র‌্যাব-৮) সদস্যরা উপজেলার চৌগাছা গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবন করা অবস্থায় ১৬৫ গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।