ঢাকা: রাজধানীর যানজট নিরসনে গুলিস্তানে বঙ্গবাজারের পেছনে আনন্দবাজারের জায়গায় অস্থায়ী বাস টার্মিনাল করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। রেলওয়ের এই জায়গাটি অস্থায়ী ভিত্তিতে সিটি কর্পোরেশনকে দেওয়া হচ্ছে।
বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সেমিনার কক্ষে যানজট নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ট্রাফিক বিভাগের ঊধ্বতন কর্মকর্তা এবং বাস-ট্রাক শ্রমিক ফেডারেশনের নেতারা।
সভায় সিদ্ধান্ত হয় অস্থায়ী ভিত্তিতে রেলের ওই জায়গায় বাস রাখা যাবে। তবে রেল কর্তৃপক্ষ যখন চাইবে তখনই জায়গাটি ফেরত দেওয়া হবে বলেও জানান মেয়র।
প্রায় ২ দশমিক ৮৭ একরের জায়গাটি বর্তমানে অবৈধ দখলে রয়েছে। এখানে বাস রাখার সুযোগ পেলে গুলিস্তানের যানজট অনেকটা কমে যাবে বলে মনে করেন শ্রমিক নেতারা।
আনন্দবাজারের জায়গাটি ব্যবহারের জন্য নৌ-পরিবহন মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন রেলওয়ের ডিজি, ডিএসসিসির প্রধান নির্বাহী খান মো. বিলাল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
গুলিস্তান পোড়া মার্কেটের সামনে বাস রাখা যাবে না:
গুলিস্তান পোড়া মার্কেটের সামনে কোনো বাস রখা যাবে না বলেও মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়। এখানকার বাসগুলো টিঅ্যান্ডটি’র সামনে রাখার ব্যবস্থা করা হয়েছে, সেখানে সিঙ্গেল লাইনে বাস দাঁড়াতে পারবে।
সায়দাবাদ বাস টার্মিনালের বাইরে কোনো বাস নয়:
রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালের বাইরে কোনো বাস রাখা যাবে না। বাস রাখতে হলে টার্মিনালের ভেতরেই রাখতে হবে। একই সঙ্গে কোনো বাস কোম্পানির দুটির বেশি কাউন্টার থাকতে পারবে না বলে জানিয়েছেন মেয়র।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএম/এমজেএফ