ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনসহ সব সাংস্কৃতিক সংগঠন, সরকারি প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংসদে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে।
মিছিলে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের সম্পাদক আব্দুল মান্নান সরকার, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সম্পাদক ডা. অরুনাভ পোদ্দার, কণ্ঠশিল্পী পীযূষ কান্তি আচার্য, জেলা উদীচী'র উপদেষ্টা সাজিদুল ইসলাম, সাহিত্য সংগঠন আবরণির পরিচালক হাবিবুর রহমান পারভেজ।
সমাবেশে বক্তারা বলেন, যারা এ হামলা করেছে তারা শিক্ষা-সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক কার্যক্রম স্তব্ধ করে দিতে চায়। সুরের শহরে অসুরের হামলা প্রমাণ করে তারা জঙ্গিবাদী গোষ্ঠী। বেছে বেছে সাংস্কৃতিক সংগঠনে হামলার সঙ্গে আইএস জঙ্গিদের কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া যায়।
এ সময় বক্তারা স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এ মৌলবাদী গোষ্ঠীর বিচার দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএ