ঢাকা: লোকসান কমাতে আগামী মাস থেকেই ট্রেনের যাত্রীদের গুণতে হবে বাড়তি ভাড়া। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ফেব্রুয়ারি থেকেই ৭.৮ শতাংশ ভাড়া বাড়বে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজধানীর রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন রেলপথমন্ত্রী মুজিবুল হক ও মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আগামি মাস থেকে ট্রেনের ভাড়া বাড়বে। যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে ভাড়া বাড়ানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে কত শতাংশ ভাড়া বাড়ানো হচ্ছে জানতে চাইলে মন্ত্রী সচিবের দিকে ইঙ্গিত করেন। এরপর রেলমন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর কাছে ৭.৮ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এটা অনুমোদন হলে আগামি মাস থেকেই কার্যকর হবে।
তিনি বলেন, ‘এ ভাড়া বৃদ্ধির হার যে খুব বেশি তা নয়। দুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ ৪৫ টাকা এবং সর্বনিম্ন ৫ টাকা বাড়বে। ’
এরপর আর ভাড়া বাড়বে কি-না জানতে চাইলে সচিব বলেন, হ্যা ভাড়া প্রতিবছর এক থাকবে না। এটার পরিবর্তন হবে। আগামি বছর থেকে তেলের দামসহ পারিপার্শিক অবস্থার সঙ্গে সমন্বয় রেখে ভাড়ার পরিবর্তন হবে।
সচিব বলেন, রেলের ভাড়া ১৯৯২ সালে বাড়ার পর এরপর ২০ বছর পর ২০১২ সালে বাড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার রেলভবনে ওয়াই-ফাই সিস্টেমের উদ্ধোধন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি রেলমন্ত্রী মো. মুজিবুল হক জানান, রেলভবন ওয়াই-ফাই সিস্টেম আওতায় আনা হয়েছে। নতুন এই তথ্যপ্রযুক্তি সিস্টেম স্থাপনের ফলে রেলভবনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং দেশি-বিদেশি সকল অতিথিবৃন্দ সরকারি ব্যয়ে ইন্টারনেট সুবিধা পাবেন।
এই কার্যক্রম বাস্তবায়ন করতে রেলভবনে ওয়াই-ফাই পুরোপুরি কার্যকর করতে ইতোমধ্যে ২টি সার্ভার ও ফায়ারওয়াল, ২টি ওয়্যারলেছ ল্যান কন্ট্রোলার, ৩০টি একসেস পয়েন্ট টাইপ-১, ২৫টি একসেস টাইপ-২, ৯টি পাওয়ার ওভার ইন্টারনেট সুইচ ও হার্ডওয়্যারসহ ১টি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার স্থাপন করা হয়েছে।
রেলপথ মন্ত্রী বলেন, বর্তমান সরকার ডিজিটালবান্ধব। তথ্যপ্রযুক্তির দিক থেকে এ দেশ এগিয়ে যাচ্ছে। রেলভবন ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ৬২টি স্টেশনে ওয়াই ফাই সিস্টেম চালু করা হয়েছে।
রেল সচিব ফিরোজ সালাহ উদ্দিন বলেন, রেলভবনে ওয়াই ফাই চালু হয়েছে। আধুনিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি আনা হবে।
এ সময় অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) খলিলুর রহমান, জিএম মোজাম্মেল হকসহ রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এডিএ/বিএস