ঢাকা: গত শনিবার (৯ জানুয়ারি) রাতে ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির কাছে ঘুষ দাবি করে, তা না পেয়ে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদার। এই ঘটনায় পুরো পুলিশ বাহিনী সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে।
ভালো কাজ করেও দুয়েক জন পুলিশ সদস্যের এমন অপরাধে গোটা বাহিনীকেই বিব্রত হতে হচ্ছে বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ব্যাপারে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, কোনো পুলিশ সদস্য অপরাধে জড়ালে গোটা পুলিশ বাহিনী তার দায় নেবে না। ব্যক্তিগত অপরাধের দায় ব্যক্তিকেই নিতে হবে। এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএমপি সদর দফতরে আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্সে উপস্থিত ডিএমপির সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন আছাদুজ্জামান মিয়া।
ক্রাইম কনফারেন্সে উপস্থিত পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের সঙ্গে ব্যাংক কর্মকর্তার ওই ঘটনায় গোটা পুলিশ বাহিনী বিব্রত হয়েছে। এ রকম দুয়েক জনের অপরাধের কারণে পুরো পুলিশ বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়।
কারো ব্যক্তিগত অপরাধের দায় সমগ্র পুলিশ বাহিনী নেবে না। কেউ অপরাধ করলে শাস্তি তাকেই পেতে হবে। অপরাধ করে কোনো পুলিশ সদস্য ছাড় পাবে না। ক্রাইম কনফারেন্সে এসব বিষয় তুলে ধরে দিক-নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরো আন্তরিক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।
আছাদুজ্জামান মিয়ার বরাত দিয়ে তিনি বলেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। অপরাধের জন্য অপরাধীকেই শাস্তি পেতে হবে। অপরাধ দমনে জিরো টলারেন্স দেখানো হবে। তাই সব পুলিশ সদস্যকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
মারুফ হাসান সরদার আরও বলেন, সাধারণ মানুষ সেবা ও সহযোগিতা পাওয়ার আশায় থানায় আসেন। তাদের সব ধরনের পুলিশি সেবা ও সহযোগিতা দেওয়ারও নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।
এবারের ক্রাইম কনফারেন্সে ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরস্কৃত করা হয়েছে- তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকারকে। শ্রেষ্ঠ সহকারী কমিশনার (এসি) হয়েছেন একই বিভাগের সত্যকী কবিরাজ ঝুলন। এছাড়া গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন- ডিএমপির প্রত্যেকটি বিভাগের ডিসি, এডিসি, এসি ও ওসিরা।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এনএ/আরএম