ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিচারক ও আইনজীবীদের মধ্যে টানাপোড়েন চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
বিচারক ও আইনজীবীদের মধ্যে টানাপোড়েন চলছে সুরেন্দ্র কুমার সিনহা

নোয়াখালী: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, একসময় বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক ছিলো। আজ দুই পক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।



উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে গরিব মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত ৯টায় নোয়াখালী সার্কিট হাউস মিলনায়তনে নোয়াখালী জেলা জজশিপের জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ স্বাধীন হলেও অর্থনৈতিকভাবে স্বাধীন হয়নি। হাত-পা বেঁধে একটি মানুষকে পানিতে ফেলে দেওয়ার মতো অবস্থা। প্রশাসন বিচার বিভাগকে এভাবেই রেখেছে। কারণ প্রত্যেক জায়গায় আমাদের প্রশাসনের মুখাপেক্ষী হতে হচ্ছে। নিম্ন আদালতের ক্ষেত্রে এ অবস্থা খুবই করুণ।

নোয়াখালী জেলা জজ আদালতের বিভিন্ন পুরাতন মামলার জট নিষ্পত্তির জন্য বিচারকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, আগামী এক মাসের মধ্যে বন সংক্রান্ত মামলাসহ বিভিন্ন মামলা নিষ্পত্তি না করা হলে বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যৌতুক ও ধর্ষণ সমাজে ব্যাধির আকার ধারণ  করেছে উল্লেখ করে তিনি এসব মামলার বিষয়ে দ্রুত ও সঠিকভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট আইনজীবী ও বিচারকদের নির্দেশ দেন।

জেলা ও দায়রা জজ রেজা তারেক আহমদের সভাপতিত্বে কনফারেন্সে আরো বক্তব্য রাখেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ দ্বিতীয়) মো. মাহতাব হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুরাদ এ মাওলা, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও পুলিশ সুপার ইলিয়াছ শরীফ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।