পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় মাইনুল ইসলাম নামে নবম শ্রেণির এক ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় মাইনুল ইসলামের স্কুল লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের মূল ফটকে এ মানববন্ধন করে।
শিক্ষার্থীরা জানায়, গত মঙ্গলবার মাইনুল ক্লাসের ফাঁকে স্কুলের বাইরে আসে। এ সময় স্থানীয় দুলাল হাওলাদার ও হাসান মিয়া স্কুলের পাশের বাজারে একটি ওষুধের দোকানে নিয়ে মাইনুলকে মারধর করেন।
এ বিষয়ে অভিযুক্ত দুলাল হাওলাদার সাংবাদিকদের বলেন, আমার পারিবারিক বিষয় নিয়ে মাইনুল কটাক্ষ করায় তাকে শাসিয়েছি মাত্র। কোনো মারধর করিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল কবির বাংলানিউজকে বলেন, ওই শিক্ষার্থী দুলাল হাওলাদারের মেয়েকে কটূক্তি করায় তাকে মারধরের কথা শুনেছি। বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষকে বলা হলেও তৃতীয়পক্ষের ইন্ধনে এ মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসআর