গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ও পানি জমাট বেধে থাকায় বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিরা পড়েছেন ভোগান্তিতে। কর্দমাক্ত ও ময়লা-আবর্জনাযুক্ত পথে যেতে না পেরে সড়কের ভেতর দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।
গাজীপুর সিটি করপোরেশনের কর্তৃপক্ষের অবহেলায় দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মুসল্লিরা এসব ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ মুসল্লিসহ স্থানীয়দের।
সরেজমিনে দেখা গেছে, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ও পানি জমে আছে। কর্দমাক্ত ও ময়লা-আবর্জনাযুক্ত সে পথ দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। বাধ্য হয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ইজতেমায় আগত মুসল্লিরা মহাসড়কের ভেতর দিয়ে যাতায়াত করছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়কসহ বিভিন্ন সড়কে প্রচুর ধুলাবলি জমেছে। মুসল্লিরা মুখে মাস্ক, রুমাল ও গামছা বেঁধে চলাফেরা করছেন।
ধুলাবালির আধিক্যের কারণে শ্বাসকষ্ট রোগে ভুগতে শুরু করেছেন অনেকে। এতে অনেক মুসল্লি লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিচ্ছেন টঙ্গী সরকারি হাসপাতাল ও ইজতেমায় ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো থেকে।
জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লি আব্দুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, মহাসড়কের দুই পাশের ড্রেন ভাঙা থাকায় শিল্প কারখানার দূষিত পানি মহাসড়কে গড়িয়ে এসেছে। এতে পানি জমাট বেধে কাদা সৃষ্টি হয়েছে। তাছাড়া ময়লা আবর্জনার দুর্গন্ধে ওই স্থান দিয়ে চলাফেরা করা যাচ্ছে না।
ইব্রাহীম নামে এক মুসল্লি জানান, ধুলাবালির আধিক্য থাকায় মুখে মাস্ক ব্যবহার করছি।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পারভেজ হোসেন বাংলানিউজকে বলেন, ইজতেমায় অনেক ধুলাবালি থাকায় ও কুয়াশা পড়ায় মুসল্লিরা শ্বাসকষ্টে ভুগছেন। শ্বাসকষ্টের রোগীরা হাসপাতালে ভিড় করছে।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানান।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমজেড
** দ্বিতীয় পর্বেও ৭ স্থানে ডাইভারশন
** জুমার নামাজে লাখো মুসল্লির ঢল
** র্যাবের ৫ স্তরের নিরাপত্তা জোরদার
** ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু
** আমবয়ানে চলছে ইজতেমার দ্বিতীয় পর্ব
** বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
** বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার