চাঁদপুর: চাঁদপুরের মেঘনা মোহনায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৭৮ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল এবং ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে কোস্টগার্ড টহল দলের সদস্যরা এসব কারেন্টজাল ও পলিথিন জব্দ করে।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর কোস্টগার্ড জেটিতে জব্দ করা কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এমভি কিং সম্রাট নামে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৭৮ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল এবং ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
দুপুরে জব্দ করা কারেন্টজাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং পলিথিন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া এসব কারেন্ট জাল ও পলিথিনের আনুমানিক মূল্য ১৬ লাখ ৫৮ হাজার টাকা বলে জানান লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এমজেড