ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।



শনিবার (১৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে গৌরিপুরের গঙ্গাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

এদিকে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, শনিবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম এলাকায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাত (৩৫)  নাম-পরিচয়ের এক নারী মারা যান।

এ ঘটনায় আহত ১৪ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যান ফাতেমা বেগম (২২) নামের অপর এক ‍নারী।   ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বিকেল ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজ্ঞাত (২৬) নাম-পরিচয়ের এক ব্যক্তি।

** ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।