ঢাকা: দেশের সব পুলিশ খারাপ না, গুটিকয়েক অসাধু পুলিশ সদস্যের জন্য পুরো বাহিনীর বদনাম হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
পুলিশের মারধরে আহত ডিএসসিসি কর্মকর্তা বিকাশ চন্দ্র দাশকে দেখতে ল্যাবএইড হাসপাতালে গিয়ে শনিবার (১৬ জানুয়ারি) রাতে এ কথা বলেন সাঈদ খোকন।
শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি ল্যাব এইডে যান। এ সময় তিনি আহত কর্মকর্তার খোঁজ খবর দেন এবং তার সুস্থতা কামনা করেন।
আহত কর্মকর্তা বিকাশ চন্দ্র দাশের আত্মীয় গোপাল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়র সাঈদ খোকন বলেছেন দেশের সব পুলিশ খারাপ না। গুটি কয়েক পুলিশের জন্য সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা রাখতে পারছে না।
উল্লেখ্য, শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজির বাগ এলাকায় টহল পুলিশের মারধরে গুরুতর আহত হন ডিএসসিসির পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে তাকে ল্যাব এইডে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এজেডএস/ওএইচ/আরআই