ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে (৪৫) পেটানোর অভিযোগে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরশাদ হোসেন আকাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) থেকেই তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে জানান, শনিবার সকালে এসআই আরশাদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে মীরহাজীরবাগ এলাকায় ডিএসসিসি পরিদর্শক বিকাশকে যাত্রাবাড়ী থানার এসআই আরশাদ মারধর করেন বলে হাসপাতালে তার স্বজনরা অভিযোগ করেন। ঘটনার তদন্তে শনিবার তিন সদস্যের একটি কমিটি গঠন করে মহানগর পুলিশ।
ডিএমপি’র যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) বনজ কুমার মজুমদারকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন- গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুব আলম ও ওয়ারী বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম।
এদিকে শুক্রবার সন্ধ্যায় ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম আরও একটি তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির দুই সদস্য হলেন-ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাইনুল হক ও সহকারী কমিশনার (এসি) কামরুল ইসলাম। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসজেএ/জেডএস