ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

না’গঞ্জের ৫ খুনের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, জানুয়ারি ১৭, ২০১৬
না’গঞ্জের ৫ খুনের ঘটনায় মামলা ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বাবুরাইলের ৫ খুনের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।



রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় খুন হওয়া তসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার দায়েরের বিষয়টি বাংলানিউজকে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

তিনি বলেন, এ ঘটনায় আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।