চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় লঞ্চ থেকে আড়াইশ’ কেজি জাটকা (ছোট ইলিশ) জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) গভীররাতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি টহল দল।
রোববার (১৭ জানুয়ারি) দুপুরে জব্দকৃত জাটকাগুলো চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এনে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে দুস্থ ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়। দুপুরে কোস্টগার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বাংলানিউজকে জানান, নৌ-পথে নীরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলছে। শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিনাঞ্চলগামী ‘এমভি রাজহংস’ লঞ্চে অভিযান চালিয়ে আড়াইশ’ কেজি জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক দাম এক লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই